A Beginner's Guide to Capture the flag (CTF) Hacking 2023
Start Learning in funny way ~ as a Cyber Security researcher
Description
প্রথমে আপনার মাথায় আসতে পারে, Capture the flag (CTF) কি ?
যদি আপনি নতুন হন তাহলে, এটা আপনার জন্য না জানাটাই স্বাভাবিক । তো Capture the flag (CTF) হলে - মূলত লুকায়িত একটা ফ্লাগকে খুজে বের করা। এই লুকায়িত ফ্ল্যাগ কে খুজে পেতে হলে , আপনাকে সাইবার সিকিউরিটির অনেক কিছুর সংস্পর্শে আস্তে হবে, আপনাকে বাগ সম্পর্কে জানতে হবে, এই সব বাগকে কিভাবে ব্যাবহার করে নিজের সার্থ হাসিল করা যায়, এগুলো সম্পর্কেও জানতে হবে ও বুঝতে হবে। এখানে কিন্তু শুধু বুঝলেই হবে নাহ। প্যারক্টিক্যালি ব্যাবহার ও করতে হবে।
কেননা এটা বংলার শিক্ষা ব্যবস্থা নইয় যে , একটা ব্যাবহারিক খাতা কিনে, এতে চিত্র অংকন ও বিস্তারিত লিখে দেন আর হয়ে যাবে। এটা সম্পূর্ন বাস্তব জগতের কাজ। এর মানে হাতে কলমে শিখবেন ও করবেন ।
তো আপনার শিখা উচিত নাকি অনুচিত?
আপনি যদি আপনার ক্যারিয়ার একজন হ্যাকার হিসেবে গড়তে যান তাহলে অবশ্যই অন্তত পক্ষে এই সম্পর্কে ভালো ধারনা থাকা জরুরি। কেননা - এই এক প্যাকের মধ্যে আপনি হ্যাকিং এর যাবতিয় সব জানতে পারবেন । এবং বুঝতেও পারবনে। এক সময় এটা আপনার কাছে গ্যামস এর মতো মনে হবে, শুধু খেলতেই চাইবেন ।
গেমস আর এর মধ্যে পার্থক্য?
গেমস খেলা মানে অসময় টাকে মজা করে কাটানো। এ থেকে আপনি মজা ছাড়া আর কিছুই পাবেন নাহ।
কিন্তু CTF থেকে আপনি যেমন মজা পাবেন তেমনি অনেক স্কিল অর্জন করতে পারবেন শুধু তাই নয় এ থেকে আপনি সহজেই অনেক টাকা উপার্জন করতে পারবেন।
তাই দেরি নাহ করে আজই জয়েন করুন।
What You Will Learn!
- About CTF
- About Bug Bounty Hunter
- Type of CTF
- OWASP Top 10
- Bug Bounty Method
- CTF Category
- About CTFtimes
Who Should Attend!
- Who want to make a career in cybersecurity field
- Who wants to Larn Bug Bounty Hunting
- Who want to Start CTF
- who want to job as a Ethical Hacker