The Complete Forex Beginner to Advance Course Bangla
Learn Forex Basic in Bengal Step by Step
Description
The Complete Forex Beginner to Advance Course
আমার এই কোর্সটি সম্পূর্ণ বাংলা ভাষায়। তাই এই কোর্সটি বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিদের জন্য প্রজোয্য। এই কোর্সটি তাদের জন্য যারা ফরেক্স মার্কেটে নিজের ক্যারিয়ার গড়তে চান। যারা ফরেক্স মার্কেটে হতাশ, লস করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের বলবো যে, আমার এই কোর্স টি করুন। আপনি সঠিক ভাবে স্টেপ বাই স্টেপ ফরেক্স শিখুন।
একজন ফরেক্স ট্রেডারের লসের জন্য অনেক গুলো কারন থাকে। তার মধ্যে প্রধান কারন হল ফরেক্স মার্কেট এবং টেকনিক্যাল সম্পর্কে সঠিক ধারনা না থাকা। অপর কারন টি হলো সাইকোলজি মিসিং।
এই কর্সের মাধ্যমে আপনি আপনার সাইকোলজি কে আপনার কন্ট্রোলে আনতে পারবেন এবং সঠিক ভাবে ফরেক্স শিখে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন ইনশাআল্লাহ।
আপনি হতাশ হবেন না। মানুষ হতাশ তখন হয় যখন সে সঠিক রাস্তা খুজে না পায়। আমার কোর্সের মাধ্যমে ফরেক্স মার্কেটের সঠিক গাইডলাইন আপনি পাবেন।
একজন বিগেনার যিনি ফরেক্স সম্পর্কে জানেন না। তার জন্য যেভাবে গাইড করার লাগবে সেভাবেই এই কোর্স ডিজাইন করা। আপনি যদি কিছুটা অভিজ্ঞ হন তবে এই কোর্সের মাধ্যমে আপনি ভালো বেনিফিট নিতে পারবেন।
আমার আহবান আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আমার এই কোর্সটি করে নিন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি হতাশ হবেন না। আপনি ফরেক্স ট্রেডিং কে একতি কযারিয়ার হিসেবে নিতে পারবেন ইনশাআল্লাহ। একটি কথা মনে রাখবেন আমি আপনাকে ট্রেড করে প্রফিট করে দিতে পারবো না। ট্রেড আপনি নিজেই করবেন। আমি আপনাকে ট্রেড করতে শেখাবো। মাছ ধরে দেয়ার চেয়ে মাছ ধরতে শেখানোটা ভালো।
সবার জন্য শুভকামনা রইলো।
What You Will Learn!
- ফরেক্স মার্কেট থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায়। সঠিকভাবে ফরেক্স ট্রেডিং শিখে ফরেক্স মার্কেটে কযারিয়ার গড়তে সার্বিক সহযোগিতা পাবেন।
- এই কোর্সটি টোটাল পাচ ঘন্টার মতো ডিউরেশন হতে পারে এবং খুব অল্প মূল্যে কোর্সটি ক্রয় করতে পারবেন।
- ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ন। সঠিকভাবে না শিখে ট্রেডিং করলে লুজার হতে পারেন। তাই প্রপার গাইডলাইন নিয়ে ফরেক্স ট্রেড করুন।
- আমার দশ বছরের অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ ট্রেডার লুজার। কারন তারা সঠিকভাবে গাইডলাইন পায় না। সঠিক গাইডলাইন আপনার ক্যারীয়ার গড়তে বিশেষ ভূমিকা রাখে।
Who Should Attend!
- আপনি যদি ফরেক্স মার্কেটে হতাশ হয়ে থাকে তবে এই কোর্স আপনার জন্য। আপনি যদি ফরেক্স মার্কেটে লস করেন তার জন্য মূখ্য দুইটা কারন বিদ্যমান। প্রথম কারন হলো আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞানের স্বল্পতা এবং অন্য কারনটি হলো আপনার সাইকোলজি আপনার কন্ট্রোলে না থাকা। এই কোর্স করে আপনি এই দুইটি সমস্যার সহজ সমাধান করে নিতে পারেন।